পাথরের গাড়ী সিএফটিতে পরিমাপ প্রচলন বেশি বুড়িমারী স্থলবন্দরে
শনিবার, ৭ আগস্ট, ২০২১

আমাদের দেশে সাধারণত পাথর বহন করা হয় ট্রাক্টর/মিনি ট্রাক/পিকআপ ট্রাক/কমার্শিয়াল ট্রাক এর মাধ্যমে । উল্লেখিত প্রতিটি পাথর পরিবহনের পাথর পরিমাপের নিয়ম একই রকম । পাথর বিক্রি করার সময় পাথর বিক্রেতা পাথরের পরিবহনকে CFT (কিউবিক_ফুট) এ মাপ দিয়ে থাকেন । ক্রেতার চাহিদা অনুযায়ী পাথর বিক্রেতা সিএফটিতে পাথর বিক্রি করে থাকেন ।

#সিএফটি (#CFT) পরিমাপ করার পদ্ধতিটা খুবই সহজ | সিএফটি বের করার সময় সাধারণত তিনটি জিনিস সব সময় মাথায় রাখতে হবে তাহলো দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা ।

নিয়মাবলী_১

যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা সবগুলো #একই_এককে হয় অর্থাৎ মাপ গুলো সব ফুটে থাকে এবং ইঞ্চিতে না থাকে ,তাহলে হিসাব হবে-

দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা = সিএফটি

(৯’x০”) X (৪’x০”)  X (২’ x০”) = ৭২

(৯’ X ৪’ X ২’) = ৭২ সি.এফ.টি

নিয়মাবলী_২

যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার কোন #একটি_একক_ইঞ্চিতে পাওয়া যায় অর্থাৎ মাপটির দুটি একক ফুটে একটি ইঞ্চিতে তখন হিসাব হবে

দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা ÷ ১২ = সিএফটি

(৯’x ০”) X (৪’x ০”)  X (২৫”) ÷ ১২ = ৭৫

{(৯’ X ৪’ X ২৫”) ÷ ১২} = ৭৫ সিএফটি

নিয়মাবলী_৩

যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার  #দুইটি_একক_ইঞ্চিতে পাওয়া যায় অর্থাৎ মাপটির একটি একক ফুটে বাকি দুইটি ইঞ্চিতে তখন হিসাব হবে

দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা ÷ ১৪৪ = সিএফটি

[{(৯’x ০”) X ৫০” X ২৫”} ÷ ১৪৪] = ৭৮

{(৯’ X ৫০” X ২৫”) ÷ ১৪৪} = ৭৮.১২ সিএফটি

✓ নিয়মাবলী_৪

যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার #তিনটি_একক_ইঞ্চিতে পাওয়া যায় অর্থাৎ মাফটির তিনটিই ইঞ্চিতে তখন হিসাব হবে

দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা ÷ ১৭২৮ = সিএফটি

{(৯৮” X ৫০” X ২৫”} ÷ ১৭২৮} = ৭১

{(৯৮”X ৫০”X২৫”)÷১৭২৮} = ৭০.৮৯ সিএফটি

** অনেকে SFT (দৈর্ঘ্য x প্রস্থ = Square feet) এবং CFT (দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা = Cubic feet) এর অর্থ মাঝে মাঝে গুলিয়ে ফেলেন | Cubic feet এর বাংলা অর্থ ঘনফুট ।  ***

বিশেষ_দ্রষ্টব্য : অনেক সময় পাথর পরিমাপ নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, তাহল #গভীরতার_মাপ নিয়ে | উদাহরণস্বরূপ, সাধারণত দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা = সিএফটি, এই বিষয়টা ক্রেতা এবং বিক্রেতা দুইজনই বুঝে থাকেন । এখন বিক্রেতার সাইডে মাল পরিমাপের সময় যদি গভীরতা হয় ৩’ x ৬” (৩ ফুট ৬ ইঞ্চি) অর্থাৎ পরিবহনের ডালার মাপে । মাল বিক্রেতার স্থান থেকে ক্রেতার স্থানে পরিবহন শেষে যখন প্রবেশ করে তখন পাথরের মাপ ৩’x ৪” (৩ ফুট ৪ ইঞ্চি) হয়ে যায়, অর্থাৎ পরিবহনের ডালার মাপ  ২ ইঞ্চি কমে যায় ।

জারকিং এর কারণে এসব হয়ে থাকে । এখন ক্রেতা যদি  দূর থেকে মনোপোষণ করেন বিক্রেতা মাল তাকে কম দিয়েছেন, চালানে বেশি লিখেছেন এবং ক্রেতা যদি মনে মনে চিন্তা করেন সাইডের মাপ অনুযায়ী টাকা দিবেন বিক্রেতাকে,তাহলে ভুল হবে । এই ভুল বোঝাবুঝি দূর করতে সব থেকে ভালো উপায় হচ্ছে ,পাথর ক্রেতা যদি #ডালার উচ্চতা সমান মাল নিতে পারেন তাহলে  মাপ নিয়ে কারো কোন সমস্যা থাকবে না | তখন পরিবহনের আকৃতিটাই হবে অরিজিনাল মাপ । আরেকটা হল ক্রেতা সশরীরে কিংবা তার রিপ্রেজেন্টেটিভ দিয়ে মাল বিক্রেতার সাইড থেকে বুঝে নেবেন । সর্বশেষ কথা হল বিশ্বাস এবং সততা, ক্রেতা এবং বিক্রেতার মাঝে থাকলে এই ধরনের সমস্যা ফেস করা লাগেনা ।

Read also সিএফটি /CFT পরিমাপ করার পদ্ধতি 1