বুড়িমারীস্থল বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর স্থল বন্দর
শনিবার, ৭ আগস্ট, ২০২১

বুড়িমারী স্থলবন্দর টি ইন্ডিয়া ভূটান এবং নেপালের সাথে স্থল পথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার জন্য এই বুড়িমারী এলাকার জিরো পয়েন্টে এই বন্দরটি ১৯৮৮ খ্রিষ্টাব্দে চালু করা হয়। এই বন্দর দিয়ে ইন্ডিয়া, ভূটান ও নেপাল পাথর, ফল , কৃষিপণ্য, রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করা হয়।

 

বুড়িমারীস্টোন.কম নিজস্ব লাইসেন্স মেসার্স জে এফ ট্রেডার্স মাধ্যমে এল সি করে ইন্ডিয়া, ভুটান, থেকে অন্যান্য পণ্য ও পাথর সরবরাহ করে থাকে। এবং আমাদের সংগ্রহে রয়েছে বিভিন্ন সাইজের পাথর (৩/৪, ৩/৪ (ডাউন)১/২, ৫/৮, ১/৪ , 30T mm) ইঞ্চি ইত্যাদি। পাথর কেনাকে সহজ করতেই আমাদের এই উদ্যোগ।

** আমরা নিজস্ব মেশিনে পাথর ক্র্যাশ করে থাকি এজন্য যেকোন সাইজে পাথর আমাদের কাছে পেয়ে যাবেন।
**বুড়িমারীর পাথরের দাম সর্বদা পরিবর্তনশীল।
অর্ডারের নির্ধারিত পণ্যের উপর আরোপিত মূল্য পরিশোধ করে অর্ডার ডেলিভারি নিতে হবে।
কাস্টমার নিজস্ব পরিবহন দ্বারা পণ্য ডেলিভারি অথবা আমাদের মাধ্যমে ভাড়াকৃত পরিবহনে পণ্য ডেলিভারি নিতে হবে সেক্ষেত্রে পরিবহন খরচ কাস্টমার নিজেই বহন করবে।
**পণ্যের গুনগত মানে আমরা সবসময়ই সুনজর দিই আমাদের ওয়েবসাইটে আপলোড কৃত পণ্যের ছবির সাথে ডেলিভারির পণ্যের কিছুটা পরিবর্তন থাকতে পারে। কেননা পাথর এর সাথে ধূলি বা অন্য কোনো কিছু প্রাকৃতিকভাবে মিশে যেতে পারে।

 

যোগাযোগের ঠিকানাঃ

মেসার্স জে.এফ ট্রেডার্স

আমদানি ও রপ্তানিকারক

বুড়িমারী স্থলবন্দর ,পাটগ্রাম – লালমনিরহাট