অনেক জল্পনা কল্পনা শেষ এ ১২ মার্চ ২০২৪ থেকে চালু হচ্ছে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস। শুধু তাই নয় আজ ৯ই মার্চ থেকে অনলাইনে টিকেট ও কাটতে পারবেন। অনলাইনে টিকেট পাবেন সরকারি সাইট বা অ্যাপ এর মাধ্যমে
মুলত ভারতের দার্জিলিং ও ভুটান জেতে এই বুড়িমারী তথা লালমনিরহাট ও রংপুর জেলা ব্যাপক ভুমিকা পালন করে। বাসে যাতায়াত অনেক রিস্কি হয়ে থাকে এবং প্রতিদিন প্রায় ১২০০ লিটার ডিজেল খরচ হয়ে থাকে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন এর প্রস্তাবনা জারী করে। অবশেষ এ যাত্রীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রেলের শহর হলেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগে তেমন কোনো আন্তঃনগর ট্রেন ছিল না।
যদিও লালমনি এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তা একটি মাত্র রেক দিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে লালমনিরহাট স্টেশন ছেড়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। আবার একই রেক ফিরে আসে। ফলে রাতের আন্তঃনগর ট্রেন সুবিধা বঞ্চিতই ছিল রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট।